• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমে উঠছে বাঙালির প্রাণের গ্রন্থমেলা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০১৬, ০৫:০২ পিএম
জমে উঠছে বাঙালির প্রাণের গ্রন্থমেলা

নিসা জান্নাত

জমে উঠছে বাঙালির প্রাণের গ্রন্থমেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৬’। গতকাল গ্রন্থমেলায় লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। বেড়েছে বেচা-কেনাও। প্রকাশকরা বলছেন, এবার মেলার আয়তন বাড়ায় লোকসমাগম অন্য বছরের মতো বোঝা যাচ্ছে না। তবে মেলার বেচা-কেনা স্বাভাবিকই রয়েছে।
মেলার ষষ্ঠ দিনে দেখা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে আসা বইপ্রেমিরা মেলায় ভিড় বাড়াচ্ছে। ঘুরে ঘুরে দেখছেন নিজের প্রিয় লেখকসহ মেলায় আসা নতুন বইগুলো। এ স্টল থেকে ওই স্টলে ঘুরে ঘুরে সময় কাটাচ্ছেন গ্রন্থমেলায়। পছন্দমত বইও কিনছেন। অন্যদিকে লেখকদের আনাগোনাও বাড়ছে গ্রন্থমেলায়। আর প্রকাশকদেরও টার্গেট দু’একদিনের মধ্যে নিজেদের সমস্ত বই মেলায় নিয়ে আসার।
এছাড়া, প্রকাশকরা বলছেন, অন্যদিনের তুলনায় মেলায় বিক্রি বেড়েছে।
বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেইট দুটিতে লোকসমাগম ছিল অন্যদিনের চেয়ে অনেক বেশি। এ সময় মেলায় আগত দর্শনার্থীদের লাইনে দাঁড়িয়ে গ্রন্থমেলায় প্রবেশ করতে দেখা যায়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!