• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাকার্তা হামলাকারীরা শনাক্ত, গ্রেফতার ৩ সন্দেহভাজন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৬, ০৮:১১ পিএম
জাকার্তা হামলাকারীরা শনাক্ত, গ্রেফতার ৩ সন্দেহভাজন

সোনালীনিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৃহস্পতিবার হামলার ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে চারজনকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে দুইজন জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে এর আগেও কারাদ- ভোগ করেছে।

শনাক্তকৃতদের মধ্যে একজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তার নাম আফিফ সুনাকিম, যাকে হামলার সময় বোমা বহন করতে এবং কাঁধে একটি ব্যাগ ঝুঁলিয়ে নিতে দেখা যায়। জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে সে সাত বছরের কারাদণ্ড ভোগ করেছে।

এদিকে আল জাজিরা জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃত তিনজন জঙ্গি সংগঠন আইএসের সদস্য।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক বোমা হামলায় হামলাকারী পাঁচজনের সবাই এবং দুই সাধারণ নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরো কমপক্ষে ২০ জন। নিহত সাধারণ দুই নাগরিকের মধ্যে একজন কানাডা এবং অপরজন ইন্দোনেশিয়ার নাগরিক।   

হামলার পরপরই আইএস এর দায় স্বীকার করে। ঘটনার ২৪ ঘণ্টার মাথায় হামলাকারীদের শনাক্ত করতে সক্ষম হলো দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। ২০০৯ সালেও একবার দেশটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটেছিল।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!