• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন মাশরাফি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০১৬, ০২:২৪ পিএম
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার

জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন তিনি। ২০১৩ সালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চলচ্চিত্র অভিনেত্রী আরিফা জামান মৌসুমী ও জাদুশিল্পী জুয়েল আইচকে শুভেচ্ছাদূত করে ইউনিসেফ। আর ২০০৫ সালে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন ও টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে শুভেচ্ছাদূত করে ইউনিসেফ।

জাতিসংঘ থেকে তার সদস্যভুক্ত দেশগুলো থেকে শুভেচ্ছাদূত নিয়োগ করে থাকে। আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা থেকে শুরু করে বিনোদন জগতের অনেক তারকাই জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে থাকেন। মাশরাফি বর্তমান সময়ে বাংলাদেশের শ্রেষ্ঠ তারকাদের একজন। শুভেচ্ছাদূত হিসেবে তাই মাশরাফিকে বেছে নিয়েছে জাতিসংঘ। নতুন এই দূতকে এখন থেকে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন কল্যাণ ও সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করতে দেখা যাবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!