• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ইউপি নির্বাচন

জামালপুরে আরও একজনের মৃত্যু


জামালপুর প্রতিনিধি মে ২৯, ২০১৬, ০৫:৫৭ পিএম
জামালপুরে আরও একজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মে) রাত ২টায় নুরে আলম (৪০) নামের ওই ব্যক্তি মারা যান।

নিহত নুরে আলমের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবেরচর গ্রামে। তিনি ওই গ্রামের কালাম ফকিরের ছেলে।এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।

উল্লেখ্য, শনিবার (২৮ মে) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবেরচর গ্রামের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত ও ২ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবেরচর গ্রামের নুর ইসলামের ছেলে জিয়াউর রহমান (২৫), একই গ্রামের আজমত আলীর ছেলে নবীরুল ইসলাম (১৬), শেখপাড়া গ্রামের আফজাল শেখের ছেলে মাজেদ আলী (১৫) ও একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ কুটারচর ইবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ জোরপূর্বক সিল মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিউজ্জামান রবিনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল ইব্রাহিম হোসেন (৫০) ও কনস্টেবল সোলায়মান নয়ন (৪০) আহত হন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!