• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু


জামালপুর প্রতিনিধি মে ৩০, ২০১৬, ০৪:৪০ পিএম
জামালপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

জামালপুর জেলার সরিষাবাড়ীতে পুলিশ হেফাজতে আবুল হাশেম (৪০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আবুল হাশেম সরিষাবাড়ী পৌর এলাকার তারিয়াপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। সে একটি হত্যা মামলার আসামি ছিল।

পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনে আবুল হাশেমের মৃত্যু হয়েছে। এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে।

পুলিশ জানায়, হাশেম একটি হত্যা মামলার আসামি ছিল। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করে সরিষাবাড়ীতে আনা হয়। শেষ রাতের দিকে হাশেম থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং ভোরে সে মারা যায়।

এদিকে হাশেমের মা হাসনা বেওয়া ওরফে হাচু বেওয়া অভিযোগ করে বলেন, পুলিশি নির্যাতনে তার ছেলের মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, হাশেমকে নির্যাতন করা হয়নি। থানা হাজতে সে আত্মহত্যার চেষ্টা করলে চিকিৎসার জন্য রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!