• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিএসপি ছাড়া টিকফা কার্যকর হবে না : তোফায়েল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০১৬, ০৮:৩৪ পিএম
জিএসপি ছাড়া টিকফা কার্যকর হবে না : তোফায়েল

সোনালীনিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের আরোপিত ১৬টি শর্তের সবগুলোই পূরণ করা হয়েছে। তারপরেও তাদের কাছ থেকে জিএসপি সুবিধা ফিরে না পাওয়া পর্যন্ত টিকফা চুক্তি কার্যকর হবে না।

তিনি আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য এ কে এম শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রানাপ্লাজা ধসের পর যুক্তরাষ্ট্র হঠাৎ জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। তারা আমাদের শ্রমমান নিয়ে যে প্রশ্ন তোলে বা ১৬টি শর্ত আরোপ করে, তার সবগুলোই তৈরি পোশাক নিয়ে, কিন্তু তৈরি পোশাক প্রবেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোন সুবিধা দেয় না।

এরপরও আমরা ১৬টি শর্ত সম্পূর্ণভাবে পূরণ করেছি, এটা তারাও স্বীকার করে আর বলে অনেক উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হওয়া প্রয়োজন।

এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরাদের যা যা করনীয় সব করেছি, আর কী করবো? শর্ত পূরণের পরেও যদি জিএসপি সুবিধা না পাই, তাহলে সেটা রাজনৈতিক কারণ ছাড়া আর কী হতে পারে?’  খবর - বাসস।


সোনালীনিউজ/ঢাকা/মে

Wordbridge School
Link copied!