• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুলহাজের পরিবারকে ওবামার চিঠি


নিউজ ডেস্ক জুন ৩, ২০১৬, ১১:২৮ এএম
জুলহাজের পরিবারকে ওবামার চিঠি

রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের হামলায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান খুনের ঘটনায় শোক প্রকাশ করে নিহতের পরিবারকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার (২ জুন) জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নানের হাতে ওই চিঠি দেন বাংলাদেশে ইউএসএআইডির মিশন হেড ইয়ানিনা জারজালস্কি। তবে চিঠিতে ওবামা গত ৫ মে স্বাক্ষর করেছেন বলে জানান মিনহাজ মান্নান। গত ২৫ এপ্রিল কলাবাগানে নিজ বাসায় খুন হন জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় রাব্বি।

চিঠিতে ওবামা লিখেছেন, ‘জুলহাজের মৃত্যুতে মিশেল (ওবামার স্ত্রী) ও আমি আপনাদের দুঃখ ও বিষাদের অংশীদার। আমরা অন্তস্তল থেকে শোক প্রকাশ করছি। জুলহাজকে হারিয়ে আপনাদের যে বেদনা তা বর্ণনাতীত। সারা বাংলাদেশে একটি অধিকতর ন্যায়সংগত ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ায় অঙ্গীকারবদ্ধ ছিলেন জুলহাজ।

জুলহাজের সাহস, অন্যের জন্য তার সহানুভূতি চির জাগরুক হয়ে থাকবে─ এটুকু জেনে অন্তত আপনারা সান্ত্বনা খুঁজে নেবেন। এই চরম দুঃসময়ে আমি আপনাদের পাশে আছি।’ সূত্র : বিবিসি

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!