• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জ্বালাও-পোড়াও করেছে বলেই বিএনপিকে ভোট দেয়নি জনগণ:


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৬, ০৬:১২ পিএম
জ্বালাও-পোড়াও করেছে বলেই বিএনপিকে ভোট দেয়নি জনগণ:

গোপালগঞ্জ প্রতিনিধি
আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জ্বালাও-পোড়াও করেছে বলেই পৌর নির্বাচনে বাংলার জনগণ তাদেরকে ভোট দেয়নি। পুড়িয়ে মানুষ হত্যা করেছে বলেই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “সরকার উৎখাতের নামে মানুষ পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়ারও বিচার হওয়া উচিত।”
প্রধানমন্ত্রী বলেন, “গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে যে দেশের উন্নতি হয় তার প্রমাণ আমরা রেখেছি।”
দশম সংসদ নির্বাচন বয়কটের পর সরকার হটাতে আন্দোলন চালিয়ে ব্যর্থ বিএনপি গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিনে সমাবেশ করতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডাকে।
টানা তিন মাসের সহিংস কর্মসূচিতে বাসে আগুন দিয়ে ও পেট্রল বোমা ছুড়ে প্রায় দেড়শ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়।
গত ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিয়ে বিএনপির প্রার্থীদের ‘ভরাডুবি’ হয়।
ভোটের ফলাফলে দেখা যায়, ২৩৪টি পৌরসভার মধ্যে ঘোষিত ২২৭টির মধ্যে ২২টিতে বিএনপির মেয়র প্রার্থীরা বিজয়ী হয়েছে। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছে ১৭৭টি মেয়র পদ।
শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরণ করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন করেন।
এর আগে তিনি শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধু সমাধিসৌধের মসজিদে বাবা ও মায়ের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে বিকাল ৩ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার।


সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!