• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে মাথা ,পরে ধড় উদ্ধার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০১৬, ০৩:৫১ পিএম
ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে মাথা ,পরে ধড় উদ্ধার

সোনালীনিউজ ডেস্ক;

কুষ্টিয়া সদর উপজেলায় একটি স্কুলের ভবনের ফটকে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে এক ব্যক্তির কেটে নেওয়া মাথা উদ্ধার করেছে পুলিশ। পরে ওই স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মাঠের মধ্যে একটি মাথাহীন ধড় পাওয়া। এগুলো একই ব্যক্তির কি না, তা শনাক্ত করার কাজ চলছে।

আজ শনিবার সকাল সাতটার দিকে মাথা ও আটটার দিকে ধড় উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।

এলাকার কয়েকজন বাসিন্দা বলছেন, সকাল সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজ শেষে তাঁরা আলামপুর স্কুল অ্যান্ড কলেজের ফটকে একটি ব্যাগ ঝুলতে দেখেন। ব্যাগ থেকে রক্ত ঝরছিল। ভেতরে এক ব্যক্তির মাথা দেখা যায়। এলাকাবাসী স্থানীয় দহকোলা ক্যাম্পের পুলিশকে খবর দেয়।

দহকোলা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। মাথাটি কার, তা এখনো শনাক্ত করতে পারেনি কেউ। সকাল আটটার দিকে স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভবানীপুর সোনাইডাঙা গোবিন্দপুকুর এলাকায় মাঠের মধ্যে একটি ধড় পড়ে আছে বলে খবর পাওয়া যায়। মাথা ও ধড়ের সুরতহাল চলছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন জানান , রাতের কোনো একসময় এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি ,পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

 

Wordbridge School
Link copied!