• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিআইজি প্রিজনকে চাঁদা চেয়ে হুমকি, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৬, ০৫:০৬ পিএম
ডিআইজি প্রিজনকে চাঁদা চেয়ে হুমকি, থানায় জিডি

সোনালীনিউজ ডেস্ক
চাঁদা চেয়ে উপ-কারাপরিদর্শক ডিআইজি (প্রিজন) এ কে এম ফজলুল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ফজলুল হক রাজধানীর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮০২) করেছেন।
মঙ্গলবার সকাল ১০টা ৫৬ মিনিটে একটি এয়ারটেল নম্বর (০১৬২৫৫১৪২৮২) থেকে মহিউদ্দিন পরিচয়ে একব্যক্তি মোবাইল ফোনে তাকে এ হুমকি দেয়।
ডিআইজি (প্রিজন) জানান, সর্বহারা নেতা হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি মোবাইল ফোনে তাকে বলেন, সম্প্রতি ভারত থেকে এসেছি, দল (সর্বহারা) চালাতে সমস্যা হচ্ছে। টাকা নাই, টাকা লাগবে টাকা দেন।
কিছুক্ষণ পর সে আবারো ফোন করে হুমকিদাতা বলেন, বিষয়টি ডিবিতে জানাবেন না, যদি জানান বুঝতেই পারছেন কী করা হবে।
সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!