• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাইওয়ানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০৯


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৬, ০৮:১০ পিএম
তাইওয়ানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০৯

আন্তর্জাতিক ডেস্ক


তাইওয়ানে এক সপ্তাহ আগে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০৯য়ে দাঁড়িয়েছে। ওই ভূমিকম্পের পর এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ৯ জন। তারা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পটির উৎপত্তি ছিল দক্ষিণাঞ্চলীয় তাইনান শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। মূল ভূমিকম্পটির পর আরো বেশ কয়েকটি ছোট আকারের কম্পন অনুভূত হয়েছিল।

দেশটির প্রাচীন শহর তাইনানে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। ভয়াবহ ভূমিকম্পে সেখানে চারটি ভবন ভেঙে পড়েছিল। এদের মধ্যে একটি ১৭ তলা ভবনও ছিল। উদ্ধারকর্মীরা ইতোমধ্যেই ২২০ জনকে উদ্ধার করেছে। ভূমিকম্পের পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছিল।

এ সপ্তাহে ১৭ তলা ভবনটির মালিক লিন মিং হুই এবং এর প্রকৌশলীকে আটক করেছে কর্তৃপক্ষ। তারা ভবন তৈরির ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে চলেননি। অবহেলার কারণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!