• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তাণ্ডব চালাতে পারে জামায়াত-শিবির: শাজাহান খান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০১৬, ০৭:১৫ পিএম
তাণ্ডব চালাতে পারে জামায়াত-শিবির: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক

ঘাপটি মেরে চুপটি করে বসে আছে জামায়াত-শিবির। দেশের যেকোনো স্থানে চালাতে পারে তাণ্ডব। এমনটাই আশঙ্কা করছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক ও নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, মিথ্যা উসকানি দিয়ে জামায়াত-শিবিরের ঘাপটিমারা সন্ত্রাসীরা দেশের যেকোনো স্থানে ব্রাহ্মণবাড়িয়ার মত তাণ্ডব চালাতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শাজাহান খান বলেন, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও উসকানি দিয়ে জামায়াত-শিবিরের ঘাপটিমারা সন্ত্রাসীরা ব্রাহ্মণবাড়ীয়ায় তাণ্ডব চালিয়েছে। অতীতের বিভিন্ন ঘটনার মতো এ ইস্যুকে কাজে লাগিয়ে তারা আবারো তাণ্ডব চালাতে পারে। একটি চক্র সুচিন্তিত ও পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়ীয়ায় তাণ্ডব চালিয়েছিল উল্লেখ করে শাজাহান খান বলেন, সারা দেশে জামায়াত-শিবিরের এ সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে। যেকোনো সময় দেশের যেকোনো স্থানে স্বাভাবিক বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে মানুষের সামনে তুলে ধরে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ জানুয়ারি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন করে। পরিদর্শন করে সেখানকার তাণ্ডবচিত্র তুলে ধরে শাজাহান খান বলেন, চাঁদে সাঈদীকে দেখা যাচ্ছে বলে যেভাবে উসকানি দিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়াও একইভাবে উসকানি দিয়ে ভাঙচুর চালাতে উদ্বুদ্ধ করা হয়েছে। এ সময় দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার এখনও অব্যাহত আছে বলে দাবি করেন এ মন্ত্রী। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।

 

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!