• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৮, ০৩:৪৫ পিএম
তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলে ৩ সিটিতেই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ৩ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আজ বুধবার থেকেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

বুধবার (১৩ জুন) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিক এ তফসিল ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, সিলেট সিটি করপোরেশনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৯ জন। আর রাজশাহী ও বরিশালে সহকারী রিটার্নিং অফিসার থাকবেন ১০ জন করে।

এছাড়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় বাদ পড়লে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করা যাবে বলেও জানায় ইসি।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে এ ৩ সিটির ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!