• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থ্রিডি ফোন আনছে গুগল-লেনোভো


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৬, ০৩:৫৬ পিএম
থ্রিডি ফোন আনছে গুগল-লেনোভো

সোনালীনিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শোতে থ্রিডি স্মার্টফোন বিক্রির ঘোষণা দিয়েছে গুগল এবং লেনোভো। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুইটি জানায়, তারা থ্রিডি সম্বলিত ফোন তৈরি করেছে। এই ফোনের ক্যামেরায় বিশেষত্ব রয়েছে। এই থ্রিডি ফোনের ক্যামেরা বহু দূর পর্যন্ত তার ফোকাস এরিয়া নির্ধারণ করতে পারে। এছাড়া এটি কোনো একটি কক্ষের মেঝে থেকে ছাদ পর্যন্ত দৃষ্ঠির সীমায় যা দেখা যায় তাই ক্যামেরাবন্দী করতে পারে।

গুগলের প্রজেক্ট ট্যাঙ্গে থেকে এই থ্রিডি ফোন তৈরি করা হয়েছে। বিশ্বব্যাপী এই ফোন ৫০০ ডলারে বিক্রি করা হবে। এতে আছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। যদিও এই বড় আয়তনের ডিসপ্লে ব্যবহারকারীদের ট্যাবের কথাই মনে করিয়ে দেয়।

এই ফোনে ভার্চুয়াল রিয়েলিটি গেমস খেলা যাবে। ভার্চুয়াল গেমস খেলার জন্য এতে অ্যাপস রয়েছে। ফোনটি গুগল যৌথভাবে লেনোভের সঙ্গে তৈরি করেছে।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!