• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়া আইসিটিখাতে বিনিয়োগে আগ্রহী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৬, ০৩:২৪ পিএম
দক্ষিণ কোরিয়া আইসিটিখাতে বিনিয়োগে আগ্রহী

সোনালীনিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে আইসিটিখাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। এই খাতে বিনিয়োগ হলে আইসিটি পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা যাবে বলে আশা করছেন প্রকাশ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং দু- এর সাথে সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রীমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

তোফায়েল বলেন, দক্ষিণ কোরিয়া জয়েন্ট ভেঞ্চারে (যৌথ উদ্যোগে) আইসিটিখাতে বিনিয়োগ করতে চায়। সেটা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবো। এতে রপ্তানির পরিমাণ আরও বাড়বে। এটা ভালো প্রস্তাব, আমরা বিবেচনা করবো।
 
আগামী মে মাসে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভিশনের মূল লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া, আমরা আইসিটিতে ব্যাপক অগ্রগতি লাভ করছি।

বাণিজ্যখাত বিশেষ করে আইসিটিখাতে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করতে চায় বলে জানান দেশটির রাষ্ট্রদূত।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!