• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ ঢাকায় ৫০টি ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন


বিশেষ প্রতিনিধি মে ১২, ২০১৬, ০৩:০৮ পিএম
দক্ষিণ ঢাকায় ৫০টি ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে নগরীর ৫০টি গুরত্বপূর্ণ জনসমাগমস্থলে ফ্রি ওয়াইফাই জোন উন্মুক্ত করা হয়েছে। এসব স্থানে দর্শনার্থীরা তাদের স্মার্টফোন ও ল্যাপটপে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ পেয়ে যাবেন।

বৃহস্পতিবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগের কেল্লায় ফ্রি ওয়াইফাই জোন স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে তার উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবে নগরবাসীর জন্য ফ্রি ইন্টারনেট সার্ভিস প্রদানের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যেসব স্থান ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আসছে :
বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, রাসেল স্কোয়ার, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাবির অপরাজেয় বাংলা, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, কার্জন হল, কমলাপুর রেলওয়ে স্টেশন, বাহাদুর শাহ পার্ক, রমনা পার্ক, বলধা গার্ডেন, কেন্দ্রীয় শিশু পার্ক, ধানমন্ডি লেক, মহানগর নাট্যমঞ্চ, সায়েন্স অ্যানেক্স ভবন, ডিএসসিসির নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জোন ২, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জোন ৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জোন ৫, সায়েদাবাদ বাস টার্মিনাল, ফুলবাড়ি বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল, নাজিরা বাজার মাতৃসদন, নিউমার্কেট, মেয়র হানিফ কমিউনিটি সেন্টার, সেগুনবাগিচা কমিউনিটি সেন্টার, ধানমন্ডি ভূতের গলি কমিউনিটি সেন্টার, বাসাবো কমিউনিটি সেন্টার, কাজী বশির মিলনায়তন, পল্টন কমিউনিটি সেন্টার, নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টার, হাজী গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টার, হাজী খলিল সরদার কমিউনিটি সেন্টার। 

এছাড়া আজিমপুর মিনি কমিউনিটি সেন্টার, হাজী গণি সরদার কমিউনিটি সেন্টার, হাজী জুম্মান কমিউনিটি সেন্টার, ফজলুল করিম কমিউনিটি সেন্টার, নর্থ ব্রুক হল লাইব্রেরি, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার, মাজেদা সরদার কমিউনিটি সেন্টার, সূত্রাপুর কমিউনিটি সেন্টার, ধোলপুর কমিউনিটি সেন্টার, ফকিরচাঁদ কমিউনিটি সেন্টার, সারাফাতগঞ্জ কমিউনিটি সেন্টার, যাত্রাবাড়ী কমিউনিটি সেন্টার, জহির রায়হান সংস্কৃতি কেন্দ্র ফ্রি ওয়াইফাই জোনের আওতায় থাকবে।

এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার জানান, বৃহস্পতিবার লালবাগ কেল্লায় ফ্রি ওয়াইফাই জোন চালুর মাধ্যমে নগরীর গুরত্বপূর্ণ জনসমাগমস্থলে নগরবাসীর জন্য ইন্টারনেট সুবিধা প্রদানের প্রক্রিয়া শুরু হলো। পর্যায়ক্রমে ৫০টি স্পটে ফ্রি ওয়াইফাই জোন চালু হবে বলে জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আমা

Wordbridge School
Link copied!