• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেউলিয়া হয়ে বিএনপি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে: হান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৬, ০৬:৫৫ পিএম
দেউলিয়া হয়ে বিএনপি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে: হান

কুষ্টিয়া প্রতিনিধি

বিচারপতি এবিএম খায়রুল হককে মির্জা ফখরুলের গ্রেপ্তার করার দাবি সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিভিন্ন সময় বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে যাচ্ছে। ইতোমধ্যে উচ্চতর আদালতের রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ অবৈধ বলে প্রমাণিত হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, জিয়াউর রহমানের ক্ষমতা দখল ও দল গঠন দুটোই অবৈধ এবং সেই বিবেচনায় বিএনপি অবৈধ দল হিসেবে পরিগণিত হতে পারে। বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার আগেই এ রায় দেন। হানিফ প্রধান বিচারপতির মন্তব্য সম্পর্কে বলেন, প্রধান বিচারপতি বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় দেয়ার ট্র্যাডিশনটা খুব যুক্তিযুক্ত নয় বলেই তিনি এই মন্তব্য করেছেন। কিন্তু তার মানে তার দেয়া রায়টা অযৌক্তিক তা তিনি বলেননি। বিএনপি যদি এই সুযোগ নিয়ে নানান বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ধু¤্রজাল তেরি করে তাতে কোনো লাভ হবে না। হানিফ সিংঙ্গাপুর থেকে শ্রমিক ফেরত পাঠানোর সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সিংঙ্গাপুর সরকার যে ২৬ জনকে ফেরত পাঠিয়েছে তারা বাংলাদেশ সরকারের নজরদারিতে রয়েছে। এই ২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রায় এক মাস পরে সিঙ্গাপুর সরকার প্রতিবেদনটি পাঠান। এদের বিষয় সরকার তদন্ত করছে। তদন্ত শেষে যদি জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সময় আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!