• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দোয়া কবুলের উত্তম সময় জুমআর দিন


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০১৬, ০৩:৫৩ পিএম
দোয়া কবুলের উত্তম সময় জুমআর দিন

সোনালীনিউজ ডেস্ক

জুমআর দিন সপ্তাহের গুরুত্বপূর্ন মর্যাদার দিন। এ দিনের সাধারণ আমলগুলো আল্লাহ তাআলার কাছে অসাধারণ। প্রত্যেক মুসলিমের কাছে এদিন বিশেষ গুরুত্বের দাবিদার। বিশেষ করে এ দিনের দোয়া কবুলের অনেক সময় রয়েছে। তন্মধ্যে সংক্ষিপ্ত একটা সময়ও রয়েছে। যে সময় দোয়া কবুল হয়। যা তুলে ধরা হলো-

জুমআর দিন আসরের পরে দিনের শেষভাগে দোয়া কবুলের আশা করা যায়। এ সময় বেশি বেশি দোয়া ও জিকির করা মুস্তাহাব। এ সময় দোয়া কবুল হওয়ার বড় উপযুক্ত সময়। এ মুহূর্তটি খুবই অল্প মাত্র। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমআর দিনের কথা উল্লেখ করে বলেন, ‘জুমআর দিনে এমন একটি মুহূর্ত  রয়েছে যে সময় কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। তিনি সে সময়ের সল্পতার প্রতি হাত দ্বারা ইঙ্গিত করেন।’ (বুখারি ও মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উক্ত সময়ে তাঁর নিকট দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!