• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসছে রোবট


সোনালীনিউজ ডেস্ক মে ৭, ২০১৬, ০৬:৩৯ পিএম
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসছে রোবট

রোবোট মানেই শুধু কায়িক পরিশ্রম করতে পারে, তা নয়। মেধাতেও এবার মানুষকে টেক্কা দেবে রোবট। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসার যোগ্যতা রয়েছে তার। চীনের প্রথম সারির একটি কলেজে ২০১৭ তে পরীক্ষায় বসানো হবে এই রোবটকে। তিনটিও বিষয়ে পরীক্ষায় বসবে সে। অঙ্ক, চীনা ভাষা ও লিবারাল আর্টস, যার মধ্যে রয়েছে ইতিহাস-ভূগোল-রাজনীতি।

অন্যান্য পরীক্ষার্থীদের মত একই সময়ে পরীক্ষা শেষ করতে হবে রোবটকে। তবে অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে নয়, তাকে বসানো হবে আলাদা একটি বন্ধ ঘরে। থাকবে একজন ব্যক্তি। পরীক্ষার আগে একটি প্রিন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা কার্যকরী হবে, তা পরীক্ষা করে দেখতেই এই ব্যবস্থা। ২০২০ সালে রোবট কলেজে ভর্তির প্রবেশিকাতেও বসবে বলে জানা গেছে। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!