• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধামরাইয়ে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০১৬, ০৪:৪৬ পিএম
ধামরাইয়ে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকা জেলা প্রশাসক এর যৌথ উদ্যোগে অভিযানটি চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. শামিম রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. শামিম রহমান জানান, ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছিল প্রভাবশালীরা। তিতাস গ্যাস কোম্পানির এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার বড় ইকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে সাড়ে তিন কিলোমিটার প্রধান লাইন ও বাসা বাড়িতে দেয়া ৫ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।

মানিকগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক রতন চন্দ্র দে বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে আর যারা অবৈধভাবে ব্যবহার করছে তাদের উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!