• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০১৬, ০৬:৫০ পিএম
নওগাঁয় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় এসএসসি-দাখিল পরীক্ষায় অসুদপায় অবলম্বন (নকাল করার) দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ও শহিদুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুর ১২টার দিকে নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় হাদীস পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম নওগাঁ নামাজগড় মহিলা মাদ্রাসার শিক্ষক।

এ ব্যাপারে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তিনি নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে দেখেন ওই প্রতিষ্ঠানের ২০২ ও ২০৩ নম্বর কক্ষে শিক্ষক শহিদুল ইসলাম হাদীস পরীক্ষা চলাকালীন হাতে লেখা ফটোকফি উত্তরপত্র ওই কক্ষে সরবরাহ করছিলেন এবং তার মুঠোফোনও চালুছিল। ওই শিক্ষককে হাতে নাতে ধরার পর ছাত্রদের মুখোমুখি করা হয় এবং সত্যতা পাওয়া যায়।

পরে পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় ওই শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড এবং ৮ শিক্ষার্থীর কাছে বই ও মুঠোফোন পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/মে

Wordbridge School
Link copied!