• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাফনদীতে খড়বোঝাই ট্রলারে আগুন, মাঝিসহ দুইজন দগ্ধ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৬, ০২:৩৭ এএম
নাফনদীতে খড়বোঝাই ট্রলারে আগুন, মাঝিসহ দুইজন দগ্ধ

সোনালীনিউজ ডেস্ক
নাফনদীতে খড়বোঝাই একটি ট্রলারে আগুন লেগে মাঝিসহ দুইজন দগ্ধ হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলা লেদা সংলগ্ন নাফনদীর মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয় জেলেরা জানায়, সোমবার বিকেলে টেকনাফ নাইট্যং পাড়ার বাসিন্দা মোস্তাক আহমদের মালিকাধীন ট্রলার নিয়ে সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার মো. ইসলামের পুত্র মাঝি মো. শহিদ (২৮) ও শ্রমিক একই গ্রামের মৃত হোছন আহমদের পুত্র মো. বেলাল (১৮) হ্নীলা থেকে খড়বোঝাই করে মিয়ানমারের উদ্দেশ্য রওনা দেন। এটি নাফ নদীর মাঝমাঝি পৌঁছলে হঠাৎ ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ট্রলারে ছড়িয়ে পড়লে মাঝি মো. শহিদ দগ্ধ হন। এসময় শ্রমিক মো. বেলাল তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও দগ্ধ হয়। পরে আশপাশের ট্রলারের লোকজন তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপস্নেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক মো. নুরুল আলম দীন জানান, স্থানীয় লোকজন অগ্নিদগ্ধ দুজনকে নিয়ে আসে। তাদের মধ্যে ট্রলারের মাঝি মো. শহিদের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় প্রাথমিক চিকিত্সা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর বেলালকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। তিনি আরো জানান, মাঝির ডান পা, দুই হাত এবং মুখ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

Wordbridge School
Link copied!