• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারীর সৌন্দর্য বাড়াতে চুলের চমক ট্যাটু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০১৬, ০৯:১৬ এএম
নারীর সৌন্দর্য বাড়াতে চুলের চমক ট্যাটু

সোনালীনিউজ ডটকম ডেস্ক : শরীরের বিভিন্ন অংশে আঁকিবুকির চল বেশ আগে থেকেই চলে আসছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলে চুলকে রঙিন করার প্রক্রিয়া। বেশ সাজুগুজু এবং রঙিন চুলে দীপ্তিময় ভঙ্গিতে চলাফেরার চল পশ্চিমা সমাজের মেয়েদের অনেক দিন ধরেই।

সম্প্রতি মেয়েদের চুলে ট্যাটু বা আঁকিবুকি করার চল বেশ ভালোই শুরু হয়েছে। মেয়েরা এখন রঙিন চুলের ওপর করছেন বাহারি সব নকশা সোনালী বা রূপালি সেই নকশায় মেয়েদের চুল হয়ে ওঠে আরো আকর্ষণীয়।

তবে ট্যাটুগুলোর সমস্যা হলো এগুলো ক্ষণিক সময়ের জন্য। একবার ট্যাটু আঁকার পর দ্বিতীয়বার আর তার ব্যবহারের কোনও সুযোগ থাকে না। আর এই কার্যকরণের কারণে এর নাম দেয়া হয়েছে ‘ফ্ল্যাশ’ বা ‘চমক’ ট্যাটু।

মার্কিন মডেল কাইলি জেনার, গায়িকা বিওন্সেসহ তারকা অভিনেত্রী এবং মডেলরা এই চুলের ট্যাটু বেশ ব্যবহার করছেন। শুধু সোনালী বা রূপালি নয় ব্রোঞ্জ, গোলাপী, নীল ও কমলার মতো উজ্জ্বল রঙেও রাঙা হতে পারে আপনার চুলের ‘চমক ট্যাটু’।

Wordbridge School
Link copied!