• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিয়োগ বাণিজ্য : শের-ই-বাংলার ৩ কর্মকর্তা বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৬, ০৭:২৮ পিএম
নিয়োগ বাণিজ্য : শের-ই-বাংলার ৩ কর্মকর্তা বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে একথা জানা গেছে।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন, হাসপাতালের পরিচালকের অতিরিক্ত দায়িত্বরত অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ফারুক, উপ-পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম হাওলাদার এবং প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল।

ডা. ফারুক নিয়োগ কমিটির সভাপতি, ডা. শহিদুল সদস্য সচিব এবং আব্দুল জলিল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ উত্থাপিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করেন। কমিটির তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হলে ওই তিন কর্মকর্তাকে বরখাস্ত করার জন্য স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি মন্ত্রীর নির্দেশে অনিয়মের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের যোগদান স্থগিত করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!