• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে বুধবার সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট


নীলফামারী প্রতিনিধি মে ৩০, ২০১৬, ০৮:৩৫ পিএম
নীলফামারীতে বুধবার সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট

আগামী ১ জুন বুধবার নীলফামারী জেলায় সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

অবৈধভাবে পার্কিং এর নামে বাস, মিনিবাস, ট্রাক ও ট্রাকলড়ির গাড়ি প্রতি ৫০ টাকা করে চাঁদা জোড় পূর্বক উত্তোলনের প্রতিবাদে এবং তা বন্ধে ধর্মঘটের ডাক দেয় নীলফামারী জেলা বাসমিনিবাস ট্রাক ও ট্রাকলড়ি শ্রমিক ইউনিয়ন।

সোমবার বিকেলে নীলফামারী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল সাংবাদিকদের জানান, নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নামে বেশ কিছু দিন ধরে সন্ত্রাসী ধরনের বখাটে যুবক রাস্তায় দাঁড়িয়ে এই চাঁদাবাজী করছে। এটি বন্ধের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে বার বার বলা হলেও তারা কর্ণপাত করেনি। তাই জেলার সকল পরিবহন শ্রমিকদের জরুরী বৈঠকে এই চাঁদাবাজীর প্রতিবাদে এবং তা বন্ধের দাবিতে আগামী ১ জুন গোটা নীলফামারী জেলায় সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিষয়টি প্রশাসককে পত্রের মাধ্যমে অবগত করা হয় বলে তিনি জানান।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!