• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে হেরোইন ব্যবসায়ীর কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৬, ০৫:০৭ পিএম
নীলফামারীতে হেরোইন ব্যবসায়ীর কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় গোলাম রাব্বানী নামে এক হেরোইন ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে হয়।

আটক গোলাম রাব্বানী ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ডিমলার বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করছিল।

ডিমলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বুধবার (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কার্যালয়ে হেরোইন ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পুলিশ ডিমলা সদরের আলম প্লাজার সামনে থেকে ৫টি হেরোইনের প্যাকেটসহ (হিরোইন) ব্যবসায়ী গোলাম রাব্বানীকে আটক করে। সাজাপ্রাপ্ত হেরোইন ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!