• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেইমারের পিএসজি অভিষেক রোববার


ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০১৭, ০৫:২৭ পিএম
নেইমারের পিএসজি অভিষেক রোববার

ঢাকা: ব্রাজিলিয়ান সুপারষ্টার নেইমারের ‘‘বার্সেলোনা টু পিএসজি’ নাটকের অবসান ঘটেছে আগেই। তবে ভক্তদের এখনও অপেক্ষায় রেখেছেন এই ফুটবল জিনিয়াস। রোববারই (১৩ আগস্ট) যদি গুইানগ্যাম্পের বিপক্ষে ম্যাচে নেইমারকে মাঠে নামাতে পারে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। তাহলে সেই প্রতিক্ষার অবসান হতে পারে।

গত শুক্রবার নেইমারের দলবদল সংক্রান্ত সব নথিপত্র পেয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও ফ্রেঞ্চ লিগ (এলএফপি)। ইতোমধ্যে নেইমারের দলবদল বাবদ ২২২ মিলিয়ন ইউরোর চেক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। যার বিপরীতে ক্লাবটি নেইমারের ছাড়পত্রও ইস্যু করেছে।

এলএফপি জানিয়েছে, ‘বিকেলে তারা নেইমারের নথিপত্র যাচাই বাছাই করেছে। তিনি রোববার খেলায় অংশ নিতে পারবেন।’

দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় গত সপ্তাহে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি’র হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। এমিয়েনস এর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটি পিএসজি’র সাইড বেঞ্চে বসেই প্রত্যক্ষ করেছেন নেইমার।

অবশ্য ব্রিটনিতে অনুষ্ঠিতব্য ম্যাচে নেইমার খেলতে পারবেন বলে আগেই মন্তব্য করেছিলেন এফএফএফ’র সভাপতি নোয়েল লে গ্রেত। তিনি ফ্রান্সের ক্রীড়া বিষয়ক দৈনিক ল’ ইকুইপকে বলেন, ‘নেইমারের খেলা আটকে রাখার কোন কারণ দেখছি না।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!