• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গের প্রভাবশালী কমিউনিস্ট নেতা এবি বর্ধন আ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০১৬, ০২:৪১ এএম
পশ্চিমবঙ্গের প্রভাবশালী কমিউনিস্ট নেতা এবি বর্ধন আ

সোনালীনিউজ ডেস্ক
প্রয়াত হলেন ভারতের পশ্চিমবঙ্গের সিপিআই-এর সাধারণ সম্পাদক অর্ধেন্দু ভূষণ বর্ধন৷ শনিবার সন্ধ্যায় দিল্লির জিবি পন্থ হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল ৯২ বছর৷ বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বর্ধন৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  
গত মাসে হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ ক্রমেই অবস্থায় অবনতি হয় তাঁর৷ গতকাল ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল বর্ষীয়ান এই কমিউনিস্ট নেতাকে৷ স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছিলেন তিনি৷ কিন্তু, আজ আচমকাই রক্তচাপ কমে যায়৷ রাত সাড়ে আটটা নাগাদ মারা যান তিনি৷ বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর জানান সিপিআই নেতা ডি রাজা৷
কয়েকদিন আগেই এবি বর্ধনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং জনতা দল (ইউনাইটেড) শরদ যাদব৷ মহারাষ্ট্রের ট্রেড ইউনিয়ন আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি৷ ১৯৫৭ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ভোটে জিতেছিলেন তিনি৷  ১৯৯০ সালে দিল্লির রাজনীতিতে যোগ দেন তিনি৷ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। পরে এআইটিইউসি-র সভাপতিও হন এবি বর্ধন৷
সিপিআই-এর প্রাক্তন সাধারণ সম্পাদকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা৷ বর্ষীয়ান নেতার প্রয়াণে শোকপ্রকাশ করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ট্যুইট করে বলেন, লাল সেলাম কমরেড বর্ধন। আমরা আপনার জ্ঞান, অভিজ্ঞতা এবং নেতৃত্বের অভাব অনুভব করব। ভারতের বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।

Wordbridge School
Link copied!