• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পানামা পেপারসে নাম : ১১ জনকে দুদকে তলব


সোনালীনিউজ ডেস্ক মে ৩, ২০১৬, ১২:১৭ পিএম
পানামা পেপারসে নাম : ১১ জনকে দুদকে তলব

বিদেশে টাকা পাচার কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশির নাম পানামা পেপারস নামে পরিচিত নথিপত্রে ফাঁস হয়েছে তাদের ১১ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তাফা কামাল জানিয়েছেন, এই ১১ জনের মধ্যে দুজনের ঠিকানায় নোটিশ যায়নি। বাকি নয়জনের মধ্যে তিনজনকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ছয়জনকে দু-এক সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ব্যক্তিদের নাম পরিচয় দিতে অস্বীকার করেন দুদকের সচিব।

তিনি জানান, পানামা পেপারসের সূত্র ধরে সংবাদপত্রে প্রকাশিত খবরাখবর আমলে নিয়েছে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। সেজন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়েছে। কোনো পরিচালক সাধারণত এ ধরণের অনুসন্ধানে যুক্ত হন না।

কামাল জানান, অনুসন্ধান প্রয়োজনে বিদেশেও হতে পারে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। তারপর আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। বিদেশে অর্থ পাচারের এসব দলিল পানামা পেপারস ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়। সূত্র: বিবিসি

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!