• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে ১৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার


পিরোজপুর প্রতিনিধি মে ২৮, ২০১৬, ১০:৩৭ পিএম
পিরোজপুরে ১৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের বলেশ্বর নদ তীরবর্তী চর ভোলমারা গ্রাম থেকে ১৫ ফুট লম্বা ও ৬০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

এ বিষয়ে মঠবাড়িয়ার বলেশ্বর নদী তীরবর্তী চরভোলমারা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী জানান, শুক্রবার (২৭ মে) বিকেলে বড়মাছুয়া চর ভোলমারা গ্রামের রুহুল আমিন চর থেকে সাপটিকে গ্রামের রাস্তার উপরে উঠতে দেখেন।

পরে খবর পেয়ে গ্রামবাসীর এসে কৌশলে সাপটিকে বেধে ফেলেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন জানান, তার নির্দেশে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অজগরটি গ্রামবাসীর কবল হতে উদ্ধার করে। শনিবার (২৮ মে) বিকেলে অজগরটি সুন্দরবনের বগী এলাকার গহীন বনে অবমুক্ত করা হয়।

চরভোলমারা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী বলেন, ‘সুন্দরবনের গহীন বনে এদের আবাসস্থল। সেখান থেকে সুন্দরবন ৫/৬ কিলোমিটার দূরে থাকায় জোয়ারের পানিতে অথবা বন্যার পানিতে ভেসে লোকালয়ে আসতে পারে। অজগর সাপের প্রতিপালন আমাদের জানা নাই। অজগরটি বন বিভাগ উদ্ধার করে সুন্দরবনে ছেঁড়ে দিয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!