• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘প্রার্থীদের মাঝে সংঘর্ষমূলক আচরণ দুঃখজন’


কুষ্টিয়া প্রতিনিধি জুন ৪, ২০১৬, ০৩:৩৭ পিএম
‘প্রার্থীদের মাঝে সংঘর্ষমূলক আচরণ দুঃখজন’

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংঘর্ষমূলক আচরণ দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভিতরে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।’

শনিবার সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এসএসসি ২০১৬ সালের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের ওপর কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারপরেও ছিটেফোঁটা গুপ্তহত্যার ঘটনা ঘটছে। এ পর্যন্ত যতগুলো গুপ্ত হত্যা ঘটেছে তার সুরাহা হয়েছে এবং সেসব ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে। সম্প্রতি যে হত্যাকাণ্ড ঘটেছে তার সুরাহা শিগগিরই হবে।’

বিএনপি নতুন করে দল গোছাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি দল গোছাবে কী গোছাবে না সেটা তাদের ব্যাপার। বিএনপি জঙ্গিদের আগুন সন্ত্রাসীদের দলে রাখবে কী না সেটা নিয়ে জনগণের কিংবা সরকারের কোনো মাথাব্যথা নেই।’

সম্প্রতি কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যাকাণ্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, বিএসবি ক্যাম্ব্রিয়ান শিক্ষা গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার উপস্থিত ছিলেন।

পরে কুষ্টিয়ায় বিএসবি ক্যাম্ব্রিয়ান শিক্ষা গ্রুপের আয়োজনে জেলার আড়াই হাজার শিক্ষাথীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!