• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
নাশকতার মামলা

ফখরুলসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র


নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০১৬, ০৭:৩০ পিএম
ফখরুলসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

ফখরুল ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী আহমেদ, বরকত উল্লাহ বুলু, হাবিব-উন-নবী খান সোহেল, সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকু।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বরে পল্টন থানাধীন বিএনপি অফিসের সামনে অজ্ঞাতপরিচয় আসামিরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মালেক হাওলাদার নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!