• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ীসহ আটক ৩


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৬, ০২:৪০ এএম
ফতুল্লায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ীসহ আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি   
অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ী কাপড় কুমিল্লা জেলা থেকে নৌপথে মুন্সিগঞ্জে নিয়ে আসা হয়। পরে মুন্সিগঞ্জ থেকে সড়ক পথে ঢাকার বঙ্গবাজার নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আটক হয়েছে। এ সময় একটি পিকআপভ্যানসহ ৩ জনকে আটক করা হয়। সোমবার রাত ১০টায় ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পিকআপভ্যান চালক মিলন মাঝি (৩০), হেলপার মিজান (১৯) ও কাপড়ের সাথে থাকা মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার দিঘিরপাড় এলাকার আক্কাস দেওয়ান ছেলে রাসেল (৩০)। অপর দুইজনের মধ্যে চালক মিলন মাঝি ঝালকাঠি জেলার নলছটি থানার মানপাশা গ্রামের এহসান আলী মাঝির ছেলে এবং হেলপার গাইবান্ধা জেলার শাখাই বানারপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিদ, এবি সিদ্দিক, এএসআই কামরুল হাসান ও সেলিম আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে পাগলা এলাকায় সোমবার রাত ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অভিযান চালায়। এসময় ঢাকা মেট্রো-ন ১৪-২৯৬০ নাম্বারের একটি পিকআপভ্যান আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ৪০ বস্তা ভারতীয় অবৈধ শাড়ী কাপড় আটক করা হয় যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

Wordbridge School
Link copied!