• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনে বর্ষবরণে গুলিতে নিহত ২


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০১৬, ০৪:৪৮ পিএম
ফিলিপাইনে বর্ষবরণে গুলিতে নিহত ২

সোনালীনিউজ ডেস্ক
ফিলিপাইনে আতশবাজী ও এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত ও কয়েকশ লোক আহত হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশটির ঐতিহ্যবাহী অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে।
স্বাস্থ্যমন্ত্রী জ্যানেট গ্যারিন সাংবাদিকদের জানান, এক মাতাল লোক একটি বিরাট আতশবাজী জড়িয়ে ধরলে তা বিস্ফোরণে তিনি মারা যান। ওই আতশবাজীটি ‘গুডবাই ফিলিপাইনস’ হিসেবে পরিচিত। আতশবাজিটি বিস্ফোরিত হওয়ার পূর্ব মুহূর্তে মাতাল লোকটি তা জড়িয়ে ধরেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গ্যারিন আরো বলেন, ‘বিস্ফোরণে তার চোয়াল ভেঙ্গে গেছে। তিনি এতোটাই মাতাল ছিলেন যে গুডবাই ফিলিপাইনসকে জড়িয়ে ধরেন।’
বিস্ফোরণের পর লোকটিকে হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১০ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটির ৮০ শতাংশ মানুষই ক্যাথলিক ধর্মাবলম্বী হলেও ফিলিপাইনের নাগরিকের মধ্যে একটি কুসংস্কার রয়েছে যে নববর্ষের রাতে কান ফাটানো আওয়াজ করলে মন্দ ভাগ্য দূর হয।
ডিসেম্বর মাসের এই উৎসবের মাসে উৎসবমুখর মানুষরা ফাঁকা গুলি ছুঁড়ে ও আতশবাজী জ্বালায়।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে আতশবাজীতে পুড়ে ৩৮০ জন আহত হয়েছে। এছাড়া নির্বিচারে ফাঁকা গুলি ছোড়ার সময় আরো চার জন্য গুলিবিদ্ধ হয়েছে।
দেশটির বিভিন্ন হাসপাতালে আতশবাজীতে পোড়া মানুষ ভর্তি হয়েছে। এদের অধিকাংশই মারাত্মকভাবে পুড়ে গিয়ে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
গ্যারিন জানান, উত্তরাঞ্চলীয় আবাদী জমি নিউয়েভা ভিজকায়ায় ৮ বছর বয়সী এক বালকের হাতে আতশবাজী ফুটে গেলে তার তিনটি আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে ৬৫ বছর বয়সী এক নারী তার বাড়িটি আগুনে পুড়ে যেতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Wordbridge School
Link copied!