• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফের কানাডার কনজারভেটিভ পার্টির ডিরেক্টর বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০১৬, ০৫:৫১ পিএম
ফের কানাডার কনজারভেটিভ পার্টির ডিরেক্টর বাংলাদেশি

সোনালীনিউজ ডেস্ক


দ্বিতীয় বারের মত কানাডার কনজারভেটিভ পার্টির বিচেস-ইস্টইয়র্ক রাইডিং এসোসিয়েশন বোর্ডের ডিরেক্টর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান শহিদুল ইসলাম মিন্টু।

গতকাল মঙ্গলবার টরন্টোতে অনুষ্ঠিত এজিএমে নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন এসোসিয়েশন প্রেসিডেন্ট ডোনা ব্রানিফ।

শহিদুল ইসলাম মিন্টুকে পার্টির ন্যাশনাল কমিটির নীতি নির্ধারণী ইস্যুতে পক্ষে-বিপক্ষে সরাসরি ভোট প্রদান এবং মতামত রাখার বাড়তি দায়িত্ব দিয়ে ন্যাশনাল কাউন্সিল ডেলিগেট ঘোষণা করা হয়।
পার্টির লোকাল রাইডিং মেম্বারদের সরাসরি ভোটে সাধারণত পরিচালকরা নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ৪ ডিসেম্বর মিন্টু সর্বপ্রথম পার্টির ডিরেক্টর নির্বাচিত হন।

টরন্টো থেকে প্রকাশিত এবং কানাডার সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা সাপ্তাহিক বাংলামেইল ও দ্য বেঙ্গলি টাইমস ডটকম এর সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু স্থানীয় কমিউনিটিতে পরিচিত একটি মুখ। কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টিভি চ্যানেল এনআরবি টিভির সিইও ও বাংলাদেশ ফেস্টিভ্যালের কনবেনার শহিদুল ইসলাম মিন্টু ঢাকার দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকা সহ বাংলাদেশের প্রথমসারির বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে শহিদুল ইসলাম মিন্টু বলেন, এই প্রাপ্তিতে আমি আনন্দিত। আমি মনে করি প্রতিটি দেশের প্রবাসীদের উচিত সে দেশের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!