• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফের রাজনীতিতে সোহেল তাজ!


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৬, ০৯:৩৬ পিএম
ফের রাজনীতিতে সোহেল তাজ!

নিজস্ব প্রতিবেদক
জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ফের রাজনীতিতে ফিরে আসছেন বলে গুঞ্জন চলছে।

জানা গেছে, আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রি-বার্ষিক সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি পদ পেতে পারেন।

আরও জানা গেছে, এবারের সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি করা হতে পারে। আর সেক্ষেত্রে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ সোহেল তাজ পেতে পারেন।

আজ শনিবার রাতে দুই বোনকে সঙ্গে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সোহেল তাজ।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে কী আলোচনা হয়েছে তা নিয়ে দায়িত্বশীল কেউ মুখ খুলছেন না। অবশ্য এ সাক্ষাতের মধ্য দিয়ে  তার রাজনীতিতে ফেরার ইঙ্গিত আছে বলে কেউ কেউ মনে করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান সোহেল তাজ। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। দীর্ঘ সাত বছর পর কয়েক দিন আগে দেশে ফিরেন সোহেল তাজ।
 


সোনালীনিউজ/ঢাকা/মে

Wordbridge School
Link copied!