• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণে ৫ মাদরাসাছাত্র দগ্ধ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১০:১৫ এএম
বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণে ৫ মাদরাসাছাত্র দগ্ধ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশালে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের পর আগুনের ফুলকিতে পাঁচ মাদরাসাছাত্র দগ্ধ হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বংশালের আলুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম জানান, সকালে মাদরাসার তৃতীয় তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। এ সময় বাইরে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেই আগুনের ফুলকি এসে ছাত্রদের গায়ে লাগে। এতে তারা দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীরা হচ্ছে- আশিক (৭), মোস্তাকিন (৮), রহমান (৭), জাভেদ (৭) এবং সালমান (৭)।

দগ্ধদের হাত-পায়ে ও মুখে সামান্য দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। তবে দগ্ধরা শঙ্কামুক্ত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!