• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বইমেলায় রাব্বী আহমেদের দুটি নতুন বই


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০১৬, ০৩:০৮ পিএম
বইমেলায় রাব্বী আহমেদের দুটি নতুন বই

সোনালীনিউজ ডেস্ক
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রাব্বী আহমেদের নতুন দুটি বই- ‘প্রার্থনা ও প্রেমে শরিক রাখতে নেই’ এবং ‘ক্যাডেট রম্য’। দু’টি বইয়েরই প্রকাশক ‘বইপত্র’। প্রথমটি কবিতার এবং দ্বিতীয়টি ক্যাডেট জীবনের মজার ঘটনার সংকলন।

লেখক জানান, ‘ক্যাডেট রম্য’ বইয়ের বেশ কিছু লেখা দু’টি জাতীয় দৈনিকের ফান সাপ্লিমেন্টে প্রকাশিত। কবিতার বইটির বেশ কিছু কবিতাও বিভিন্ন জাতীয় দৈনিক এবং সাময়িকীতে প্রকাশিত।

বই দু’টি পাওয়া যাচ্ছে বইপত্র প্রকাশনের ১২৭-১২৮ নম্বর স্টলে। কবিতার বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য এবং রম্য বইটির প্রচ্ছদ করেছেন পলাশ শাকিল।

ঘরে বসে বইমেলার সকল বই পেতে ভিজিট করুন rokomari.com-এ অথবা কল করুন ১৬২৯৭ নাম্বারে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!