• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ছুরিঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৬, ০৫:৪৯ পিএম
বগুড়ায় ছুরিঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে প্রকাশ্যে দিবালোকে মিজানুর রহমান নামে এক এনজিও কর্মকর্তা (৩০)কে ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা ও একটি মোবাইলফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ  ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

আহত মিজানুর রহমান সোসাইটি ফর সোস্যাল সার্ভিস’র (এসএসএস) সিনিয়র মাঠ সংগঠক হিসেবে কর্মরত।

এ বিষয়ে সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে মিজানুর রহমান সংস্থার গাড়ীদহ কেন্দ্রে যান। সেখান থেকে সাপ্তাহিক কিস্তি ও সঞ্চয়ের টাকা আদায় করে তিনি সাইকেল যোগে পৌরশহরের উলিপুর পাড়া সংস্থার কার্যালয়ে আসছিলেন।

পথিমধ্যে মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। মুর্হুতের মধ্যে তারা নেমে মিজানুর রহমানকে ছুরিকাঘাত ও বেধড়ক পিটিয়ে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইলফোন ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানান সংস্থার এই ব্যবস্থাপক।

শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, এ ধরনের ঘটনার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনতগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সোনালীনিউজ/ঢাকা/মে

Wordbridge School
Link copied!