• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা আটক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০১৮, ০১:৩৮ পিএম
বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা আটক

ঢাকা: ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে (৪৩) আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার রাজধানীর হাতিরঝিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ২০১০ সালের জানুয়ারিতে পুরনো কেন্দ্রীয় কারাগারে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে। আরও জানতে পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নিতে চায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!