• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপে মালয়েশিয়ার হোঁচট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৬, ০৮:৩৩ পিএম
বঙ্গবন্ধু গোল্ডকাপে মালয়েশিয়ার হোঁচট

স্পোর্টস ডেস্ক
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া। গত বছরের শুরুতে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এসেও তারা শিরোপা জিতেছিল। এবার অবশ্য সেই দল নিয়ে আসেনি মালয়েশিয়ানরা। এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে তারা এসেছে মালয়েশিয়া একাদশ নামে একটা দল নিয়ে। শুরুটাও ভালো হয়নি। প্রথম ম্যাচে মালয়েশিয়া গোলশূন্য ড্র করেছে নেপালের জাতীয় দলের সঙ্গে।
গতকাল শনিবার যশোর শামসুল হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মালয়েশিয়া জয় পাওয়ার মতোও খেলেনি। নেপাল বরং ভালোই লড়াই করেছে তাদের সঙ্গে। তবে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। এ গ্রুপে মালয়েশিয়া ও নেপালের সঙ্গে বাংলাদেশ জাতীয় দল ও শ্রীলঙ্কা রয়েছে। শুক্রবার উদ্বোধনী দিনে বাংলাদেশ শুভ সূচনা করেছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪-২ গোলে।
আগামী মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ জাতীয় দল ও মালয়েশিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই দিনে অন্য ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও নেপাল।    

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!