• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছিলেন’


জয়পুরহাট প্রতিনিধি মে ২৯, ২০১৬, ০৮:৫২ পিএম
‘বঙ্গবন্ধু সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছিলেন’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান বলেছেন, স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছিলেন। এ জন্য শিক্ষার মান উন্নয়নে দরদ দিয়ে কাজ করতে হবে, স্কুলকে পবিত্র মনে করতে হবে।
 
রবিবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রাথমিক শিক্ষা প্রসারে গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে অবকাঠামো ও সম্পদ রয়েছে তা দিয়েই মানোন্নত শিক্ষা দিয়ে আগামী প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নয়নে দরদ দিয়ে কাজ করতে হবে। স্কুলকে পবিত্র মনে করতে হবে।
 
মন্ত্রী আরো বলেন, পাকিস্তান আমলে এদেশে শিক্ষার ক্ষেত্রে তেমন কোনই উন্নয়ন হয়নি। অথচ স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে জাতীয়করণ করেছেন। তাই শিক্ষাক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের সুনাম আরো বাড়াতে শিক্ষকদের অগ্রণি ভূমিকা রাখতে হবে।
 
জেলা প্রশাসক আ. রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, যুগ্ম-সচিব আতাহার হোসেন, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, কোমরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আখতার, পিটিআই সুপার ফয়জুল ইসলাম প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!