• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বদরুল হায়দার এর কবিতা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০১৬, ০৬:০৮ পিএম
বদরুল হায়দার এর কবিতা

হেমন্তের গান

অব্যাহত মনের লোড শেডিঙে তোমাকে আলাদা করা
কষ্টকর। সচারাচর স্বাভাবিকতায় পালাক্রমে আত্মহারা
হেমন্তের গানে গড়ো হৃদয় নগর।
শুল্কমুক্ত প্রেমের দাবিতে প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রেম
সহায়তার জীবন দেবতার কাছে নত হয় অভিমান।
দ্বৈত নীতিতে অবগতির মনগড়া রীতির অনুশীলনে
চূড়ান্ত মাকাল ফলে সবুরে মেওয়া ভুলে
ঐতিহ্য ঐশ্বর্য মিলে ভাগ করে গোলাজল।
আক্কেল ভুলের মক্কেলের মাসুলে আবেগে
কাঁদে দুঃখের বলা আগুন।
নদী মাতৃকতাধ্যানে কার্তিক অগ্রহায়ণে মনে জাগে
শিহরণ। অরক্ষিত প্রেমের সড়কে হৃদয়ের পর্যবেক্ষণে
উজাড় হচ্ছে-পন।
সম্পর্কে উন্নয়নের ধারাবাহিকতার বিকল্প নেই।
মনের অববাহিকায় তুমি বাস করো। আমি
দায় স্বীকারের সত্য হাওয়ায় হেমন্তের
ঋতু বদলের মনে নিজেকে ভুলতে থাকি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!