• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন্ধ হচ্ছে উইন্ডোস ১০ বিনামূল্যে আপগ্রেডেশন পরিষেবা


সোনালীনিউজ ডেস্ক মে ৮, ২০১৬, ০৫:১৭ পিএম
বন্ধ হচ্ছে উইন্ডোস ১০ বিনামূল্যে আপগ্রেডেশন পরিষেবা

গত বছর উইন্ডোস ১০ বাজারে এনে প্রথম চমকটা দিয়েছিল মাইক্রোসফট৷ আর পরবর্তী চমকটা ছিল উইন্ডোস ১০-এর আপগ্রেডেশন এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া৷ তবে দু:খের বিষয় হল উইন্ডোস ১০ বিনামূল্যে আপগ্রেডেশনের অফার এই বছরের ২৯ জুলাই বন্ধ করতে চলেছে মাইক্রোসফট৷

শুক্রবার মাইক্রোসফটের নিজস্ব ব্লগে এমনই খবর প্রকাশ করলেন মাইক্রোসফট উইন্ডোসের করপোরেট ভাইস-প্রেসিডেন্ট ইউসুফ মেহেদি৷ তিনি জানালেন, ২০১৬-র ২৯ জুলাইয়ের পর গ্রাহকদের নিজের কম্পিউটারে উইন্ডোস ১০ অপারেটিং সিস্টেমের পরিষেবা পেতে হলে নতুন ভারসান ক্রয় করতে হবে৷ যার বাজার দর ১১৯ ডলার৷ তিনি আরও জানিয়েছেন, উইন্ডোস ১০ বিশ্ব বাজারে মাইক্রোসফটকে এনে দিয়েছে বিশাল সাফল্যের৷ বর্তমানে প্রায় ৩০ কোটি মানুষ এই অপারেটিং সিস্টেমের পরিষেবা নিচ্ছেন বলেও  তিনি পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন৷ জানা গিয়েছে, অতিশীঘ্রইউইন্ডোস ১০ অপারেটিং সার্ভিস পরিষেবা মোবাইল ফোনেও চালু করতে চলেছে মাইক্রোসফট৷

বিশেষজ্ঞদের মতে,উইন্ডোস ১০ মাইক্রোসফটের কাছে একটি নতুন শুরু৷নতুন সিইও সত্য নাদেলার নেতৃত্বে মাইক্রোসফটের বর্তমানে গ্রাহক উপযোগী পরিষেবা প্রদানের দিকে এগোচ্ছে৷ এক-দু’বছরের মধ্যো কোম্পানি Office 365-এর মতো সাবস্ক্রিপশন বেস অপারেটিং সার্ভিস আনতে চলেছে বলেও জানা গেছে। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!