• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের জন্য জাবি শিক্ষকদের একদিনের বেতন প্রদান


জাবি প্রতিনিধি সেপ্টেম্বর ১৩, ২০১৭, ০৬:৫৯ পিএম
বন্যার্তদের জন্য জাবি শিক্ষকদের একদিনের বেতন প্রদান

জাবি: বন্যাদুর্গত মানুষ ও রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে কর্মসূচী ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ( ১২ সেপ্টেম্ব) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদের সভাপতিত্বে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বন্যাদুর্গত মানুষকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে সংগৃহীত সমুদয় অর্থ শিক্ষক সমিতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে বন্যা কবলিত স্থানে বিতরণ করা হবে।

এছাড়া রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধনে মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদে আগামী ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে একটি মানববন্ধন করবে শিক্ষক সমিতি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!