• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বলে-ব্যাটে কেকেআরকে জবাব দিলেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৫, ২০১৮, ১০:২৪ এএম
বলে-ব্যাটে কেকেআরকে জবাব দিলেন সাকিব

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে সাকিব আল হাসানের একটা জবাব দেয়ার ছিল। তা তিনি জবাবটা ভালোভাবেই দিয়েছেন। প্রথমে বল হাতে ২১ রানে ২ উইকেট নিয়েছেন। পরে ব্যাট হাতে ২১ বলে করেছেন ২৭ রান। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদও জিতেছে ৫ উইকেটে। তিন ম্যাচের তিনটিতেই জিতে সাকিবের দল আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষেই রইল। পক্ষান্তরে তিন ম্যাচের দুটিতে হারের স্বাদ পেল কেকেআর।

১৩৮ রান তাড়া করতে নেমে ৩২ রানে আউট হন ঋদ্ধিমান সাহা (২৪)। ৭ রানের বেশি করতে পারেননি শিখর ধাওয়ান। 

খানিকবাদে ফিরে যান মণীশ পাণ্ডেও (৭)।  ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। এখান থেকে সাকিবকে নিয়ে ঘুরে দাঁড়ান কেন উইলিয়ামসন। মূলত এই জুটিই ম্যাচ থেকে কেকেআরকে ছিটকে ফেলে দেয়। ২১ বলে ২৭ রান করেন সাকিব। দুটি চারের পাশাপাশি ছক্কা মেরেছেন একটি। 

তবে ফিফটি করেই আউট হয়েছেন উইলিয়ামসন। ৪৪ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় তিনি এই রান করেন। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন ইউসুফ পাঠান ৭ বলে ১৭ রান করে। ১৭ রানে ২ উইকেট নিয়েছেন সুনীল নারিন। 

এর আগে টস হেরে ব্যাট করতে নামা কেকেআর ১৬ রানেই রবিন উথাপ্পাকে (৩) হারিয়ে বসে। এরপর ক্রিস লিন সঙ্গী হিসেবে পান নীতিশ রানাকে। এ জুটি ৫৫ রানে ভেঙে দেন স্টেনলেকে। অফ সাইডে নীতিশের (১৮) দুর্দান্ত ক্যাচ নেন মণীশ পাণ্ডে। ভয়ঙ্কর  হয়ে ওঠার আগেই সুনীল  নারিনকে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে দেন সাকিব। দুর্দান্ত খেলতে থাকা ক্রিস লিনকে কট অ্যান্ড বোল্ড করেন তিনি। বাঁদিকে ঝাপিয়ে পড়ে এক হাতে ক্যাচ জমা করেন সাকিব। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪৯ রান করেন লিন। 

পরে অধিনায়ক দিনেশ কার্তিকের ২৭ বলে ২৯ রানের কল্যাণে ১৩৮ রানের পুঁজি পায় কেকেআর। ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। সাকিব ও স্টেনলেকে দুজনেই ২১ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন স্টেনলেকে।   

সোনালীনিউজ/আরআইবি/এআই

Wordbridge School
Link copied!