• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ৩১ শতাংশ বাল্য বিবাহ কমেছে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৬, ০৬:২৬ পিএম
বাংলাদেশে ৩১ শতাংশ বাল্য বিবাহ কমেছে

 

সোনালীনিউজ ডেস্ক

বাংলাদেশের মেয়েদের শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের ফলে বাল্য বিবাহের হার এক-তৃতীয়াংশ কমে যাবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সম্পর্কিত জরিপ পরিচালনাকারী সংস্থা থমসন রয়টার্স ফাউন্ডেশনের বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

স্বাস্থ্য ও উন্নয়ন বিষয়ে অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের হিসেবে, দক্ষিণ এশিয়ায় ১৮ বছরের আগেই ৩ জনের মধ্যে ২ জন মেয়ের বিয়ে হয়।

অবশ্য ৯ হাজার বাংলাদেশি মেয়ের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, মেয়েরা শিক্ষাগত পেশা বা গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে অংশগ্রহণের প্রেক্ষাপটে বাল্য বিবাহ ৩১ শতাংশ কমে গেছে। এতে দেখা গেছে যে মেয়েদের দক্ষ পেশাগত প্রশিক্ষণ দেয়া হলে এই হার ২৩ শতাংশ কমে যায়।

পপুলেশন কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এ্যান ব্লাঙ্ক এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে কি করলে বাল্য বিবাহ বিলম্বিত হবে- এ সম্পর্কে সীমিত তথ্য রয়েছে। এই ফলাফল এগিয়ে যাওয়ার পথে এক প্রধান বাহন।

ইউনিসেফের ২০১৪ সালের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে নাইজারের পরে ১৫ বছরের মেয়েদের বিবাহের ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের তিন-চতুর্থাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের নিচে হয়। ৭২টি কমিউনিটিতে মেয়েদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানকারী নিউইয়র্ক ভিত্তিক গ্রুপের জরিপে এ কথা বলা হয়।

ইউনিসেফের হিসেবে, ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বে ৭শ’ মিলিয়নেরও বেশি মেয়ের বিয়ে হয়।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

 

Wordbridge School
Link copied!