• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৮, ২০১৬, ০২:০০ পিএম
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫ ঘোষণা

সোনালীনিউজ ডেস্ক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক শামসুজ্জামান খান।
১০ ক্যাটাগরিতে ঘোষিত পুরস্কার প্রাপ্তরা হলেন— কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আকতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও ড. আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহম্মদ, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী ক্যাটাগরিতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান ও শিশুসাহিত্যে সুজন বড়ুয়া।
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!