• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে অর্ধশত যাএী নিয়ে ট্রলার ডুবি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৬, ০৮:৩৩ পিএম
বাগেরহাটে অর্ধশত যাএী নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অর্ধশত যাএী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল ৪টায় মোড়েলগঞ্জের উদ্যোশে ছেড়ে যাওয়া ৪০ যাত্রীসহ মালামাল বোঝাই একটি ট্রালার দড়াটানা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূ্ত্রে জানা গেছে, শনিবার বিকালে ৪০জন যাত্রী, ১শ বস্তা চাল, ৯ বস্তা ডাল, লবণ নিয়ে বাগেরহাট থেকে মোরেলগঞ্জে যাওয়ার পথে  সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাসবাড়িয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। এসময় ওই ট্রলারে থাকা সব যাত্রী সাতঁরে তীরে উঠায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ট্রলারে থাকা যাএীরা।

ট্রলারের যাত্রী মো. আসলাম হোসেন জানান, বাগেরহাট থেকে ৪০ যাত্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে ট্রলারটি ডেমা ইউনিয়নের বেড়গজালিয়া পৌঁছালে ট্রলারটিতে কোন কারন ছাড়াই তলা ফেটে পানি উঠতে শুরু করে। এসময় ট্রলারে থাকা যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে পারলেও চাল-ডালসহ বিভিন্ন মালামাল নিয়ে ট্রলারটি ডুবে যায়।

 

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!