• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড


বাগেরহাট প্রতিনিধি জুন ৬, ২০১৬, ০৪:১২ পিএম
বাগেরহাটে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

বাগেরহাটে অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তার এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। সোমবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত মো. আজাদ খান (৪০) বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের দলিল উদ্দিন খানের ছেলে। মামলার নথি থেকে জানা যায়, কচুয়ার গাবরখালী গ্রামের হোসেন আলীর মেয়ে আয়না খাতুনকে (১৮) বিয়ের প্রলোভন দিয়ে পাশের খলিশাখালী গ্রামের দলিল উদ্দিনের বিবাহিত ছেলে আজাদ খান শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরে আজাদকে বিয়ের জন্য চাপ দিলে আজাদ ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি আয়না খাতুনকে শ্বাসরোধে হত্যা করে চাড়াখালী গ্রামের বাবুল শেখের বাড়ির বাগানের একটি ডোবায় লাশ ফেলে দেয়। পরদিন বাবুল তার বাগানে লাশ দেখে পুলিশে খবর দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শরৎ চন্দ্র মজুমদার বলেন, এই ঘটনায় কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক মিয়ারত হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জিয়াউর রহমান আসামি আজাদকে গ্রেপ্তার করেন এবং তদন্ত শেষে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি আজাদ খানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারে আদালত দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!